আমার নেতাকর্মীদের ফোনে হুমকি দেয়া হচ্ছে : ফটিকছড়িতে আবু তৈয়ব

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ৬ জানুয়ারি, ২০২৪ at ৩:১৭ অপরাহ্ণ

ফটিকছড়িতে সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব।

৬ জানুয়ারি (শনিবার) সকালে তার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক এম তৌহিদুল আলম বাবুর বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় আবু তৈয়ব বলেন- শুনতে পাচ্ছি, রাউজান উপজেলার সাথে লাগোয়া জাফতনগর, আব্দুল্লাহপুর, খিরাম ইউনিয়নে বহিরাগতরা এসে ভোট কেটে নেওয়ার সম্ভাবনা আছে। ইতিমধ্যে প্রশাসনকে আমরা অবগত করেছি। এছাড়াও ফটিকছড়ি পৌরসভায় ভোট কেটে নেওয়ার পরিকল্পনা চলছে, আমি প্রশাসনে দৃষ্টি আকর্ষণ করছি। যেখানে ভোট কাটাকাটি হয় সজাগ দৃষ্টি দেওয়ার অনুরোধ করছি। ফটিকছড়ি প্রত্যেকটা মানুষ শান্তপ্রিয়, তারা শান্তিতে থাকতে চায়। এছাড়াও আমার নেতাকর্মীদের ফোনে হুমকি দেয়া হচ্ছে।

আমি উপজেলা চেয়ারম্যানের পদ পাওয়ার পর দেখলাম ফটিকছড়িবাসীকে সেবা দেওয়া অনেক সহজ যদি একজন ভালো এমপি পাওয়া যায়। আমি স্বপ্ন দেখেছি, প্রধানমন্ত্রী সে স্বপ্ন বাস্তবায়নের সুযোগ দিয়েছে। আমাদের পক্ষে জনজোয়ার উঠেছে, মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কাকে ভোট দিবে, আমার জনপ্রিয়তায় ঈর্ষাম্বিত হয়ে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আমাকে অনেক হয়রানি করেছে। আমার বিরুদ্ধে নোটিশ দেওয়া হয়েছে।

এ সময় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান তোহিদুল আলম বাবু বলেন- যেরকম নেতৃত্ব ফটিকছড়িতে দরকার তার সব গুণ তৈয়বের কাছে আছে।

পূর্ববর্তী নিবন্ধভোটের একদিন আগে রামুর বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম