আমার দেশ শাকিব হুসাইন | বুধবার , ১৯ মে, ২০২১ at ১১:০৮ পূর্বাহ্ণ আমার দেশে পাখির ডাকে ঘুমটা ভাঙে গাঁয়ের, পূর্ব কোণে হাসলে রবি পালটা ওড়ে নায়ের। আমার দেশের কৃষক চাষি খুব সকালে ওঠে, লাঙল জোয়াল কাঁধে নিয়ে মাঠের দিকে ছোটে। আমার দেশে সকল লোকে কাঁদে সবার দুখে, কষ্ট গুলো নেয় যে মেনে সবাই হাসি মুখে।