‘আমার জীবন’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

| বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২০ at ১০:৫৮ পূর্বাহ্ণ

লেখক শফিকুল ইসলামের ‘আমার জীবন’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান গত রোববার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী। এতে স্বাগত বক্তব্য রাখেন কর কমিশনার সৈয়দ মো. আবু দাউদ। লেখক কন্যা ও অতিরিক্ত কর কমিশনার শামিনা ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন চবি সিনেট সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ আলম নিপু, মো. সোলায়মান, উপ-কর কমিশনার হারুনুর রশিদ পিন্টু, লেখকের জামাতা ইঞ্জিনিয়ার মতিউর রহমান ও নাতি সাবাব। গ্রন্থটিতে লেখক সমাজের একাল ও সেকালের তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরে আগামী প্রজন্মকে উৎসাহিত করতে সচেষ্ট হয়েছেন বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। এতে সভাপতিত্ব করেন কলামিস্ট সাখাওয়াত হোসেন মজনু। প্রকাশনা অনুষ্ঠানে লেখক পত্মী শিক্ষাবিদ বেগম ফেরদৌসী ইসলামসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্মচারী সংসদের শ্রদ্ধাঞ্জলি
পরবর্তী নিবন্ধকক্সবাজার ও মহেশখালীর সাত রেস্তোরাঁকে লক্ষাধিক টাকার জরিমানা