আমার গ্রাম আমার ভালোবাসা

মুহাম্মদ এনামুল হক মিঠু | মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ at ৮:৪৮ পূর্বাহ্ণ

ইচ্ছে করে গ্রামেই থাকি। সেটা হোক শিকড়ের টানে অথবা ভালোবাসার টানে। নিজের গ্রাম মানেই যেন ভালোবাসার চরম অনুভূতি। কত স্মৃতি ঘেরা এই গ্রাম। গ্রামের সব কিছুই যেন সরল সাবলীল আর কলুষ মুক্ত। গ্রামের দৃশ্যগুলোও খুবই অকপট। এখানকার মানুষগুলোও অনেক সহজ। সহজেই সবাইকে আপন করে নেয়।

অনেক অনেক মধুর স্মৃতি ঘেরা আমার গ্রাম। গ্রামে আসলেই ছোট বেলার স্মৃতিচারণ করতে ইচ্ছে করে। বন্ধুদের সাথে আড্ডা কত ধরনের খেলাধুলা গোল্লাছুট, জাল মেরে মাছ ধরা, ক্ষেতে খামারে ঘোরাফেরা, খাল পাড়ে বৃক্ষ রোপণ, স্কুলের মাঠে ফুটবল খেলা, আর দাদাদাদী, চাচাচাচীদের সাথে আড্ডা, সবার সাথে খাওয়া দাওয়া, পুকুরে সাঁতার কাটা ইত্যাদি। চরম ভালোলাগার এ সব অনুভূতিগুলো। আমার গ্রামের কিছু দৃশ্যপট আমাকে নাড়া দেয় ভীষণভাবে।

যতই দূরে থাকি মনটা সব সময় পড়ে থাকে গ্রামের খোলা আকাশের নিচে সবুজ কার্পেটের গালিচা বিছানো কাঁদা মাটির রাস্তায়। আমি কোনো ভি আই পি ব্যক্তি নই, তাই বলে কি আমাকে আমার গ্রাম সম্মান দেখাবে না। আমি আমার সম্মান খুঁজে পাই, সবুজ কার্পেট বিছানো সেই গালিচাতে, যে তাঁর শিশির ভেজা মখমলের গালিচা দিয়ে আমাকে উষ্ণ অভ্যর্থনা জানায় এবং আমাকে বলে তুই তোর মার নিকট ফিরে এসেছিস, মন খুলে নিঃশ্বাস নেয়, সজীবতার ছোঁয়া নিয়ে নিজেকে আরো পরিশুদ্ধ কর, তোর কাছে আমি আরো অনেক বেশি প্রত্যাশা করি, তোকে দেওয়ার মত আমার খুব বেশি কিছু নাই কিন্তু বুকভরা ভালোবাসা আছে।

আমার গ্রামের মানুষগুলো কত বিশাল হৃদয়ের অধিকারি, তারা সকলকে তাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে অভ্যর্থনা জানায়। আমার গ্রাম তথা মায়ের অনুভূতিগুলো আমাকে বারবার অনুপ্রাণিত করে। যেখানে আমার মা শুয়ে আছেন, সে এলাকাটা আমার কাছে দুনিয়ার সবচেয়ে দামী এলাকা মনে হয়। মায়ের কবর জিয়ারতের পর দুই চোখে বাধ ভাঙ্গা পানি চলে আসে নিজের অজান্তেই! আমাকে খুবই আবেগি করে তুলে। যেন এইমাত্র মায়ের সাথে দেখা করে কথা বলে আসলাম। কতটা প্রশান্তি লাগে তা লিখে শেষ করা যাবে না।

গ্রামের মানুষের ভালোবাসার প্রতি আমার প্রবল আকর্ষণ, তাইতো বারবার ফিরে আসি এবং আমি আমার ভালোবাসা খুঁজি, আমার গ্রামের প্রকৃতির কাছে, সহজ সরল মানুষগুলোর কাছে। তাদের ভালোবাসার কারণে হয়তো আজকে আমি আমার সামান্য অবলম্বনটুকু খুঁজে পেয়েছি।

আমার গ্রামের নাম কাঞ্চনা। আমার গ্রাম আমার কাছে মায়ের সমতুল্য। তাই আসুন, আমরা প্রত্যেকেই প্রশান্তি পেতে ভালোবাসি জন্মস্থানকে, ভালোবাসি নিজের গ্রামকে, গ্রামের মানুষকে, ভালোবাসি প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে।

পূর্ববর্তী নিবন্ধবহদ্দারহাট মোড়ে ঘড়ি টাওয়ার পুনঃনির্মাণ করা হোক
পরবর্তী নিবন্ধজ্ঞানের পরিধি বাড়াতে বই পড়ুন