আমার এলাকায় নারীরা দিনে ৩ বার লিপস্টিক লাগায়, স্যান্ডেল পাল্টায় চার বার : বাণিজ্য মন্ত্রী

| বৃহস্পতিবার , ৯ নভেম্বর, ২০২৩ at ৫:৪৭ পূর্বাহ্ণ

নিত্যপণ্যের দরের ঊর্ধ্বগতির কারণে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ কষ্টে থাকলেও কৃষিভিত্তিক অর্থনীতির অঞ্চল রংপুরে তার নির্বাচনী এলাকার মানুষ বেশ ভালো আছে বলে দাবি করেছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। সেই ভালো থাকার ‘প্রমাণ’ ফ্যাশনে পড়েছে বলেও মনে করেন তিনি। দাবি করেছেন, তার এলাকার নারীরা এখন ‘লিপস্টিকে মন দিয়েছে।’ এ কারণে আগামী নির্বাচনের বৈতরণী পার হতে তেমন সমস্যা হবে না বলেও আশা করছেন বাণিজ্যমন্ত্রী। খবর বিডিনিউজের।

গতকাল বুধবার সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, আমার এলাকার মানুষের কোনো কষ্ট নেই। তারা আলুর দাম পাচ্ছে। দেশের একেকটা এলাকায় একেক পরিস্থিতি। আমার এলাকা কৃষিপ্রধান হওয়ায় তারা ভালো আছেন। কিন্তু ঢাকা শহরে যে নির্বাচন করতে তার অনেক সমস্যা হবে।

২০০১ সাল থেকে রংপুর(পীরগাছাকাউনিয়া) আসনে নির্বাচন করে আসছেন টিপু মুনশি। ২০০৮ সাল থেকে টানা তিনটি নির্বাচনে জিতেছেন তিনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি পরিস্থিতির মধ্যে আগামী নির্বাচনে ভোটারদের কাছে চ্যালেঞ্জের মধ্যে পড়বেন কিনাএই প্রশ্ন ছিল টিপু মুনশির কাছে। জবাবে তিনি বলেন, ২০০১ সালে আমি যখন প্রথম নির্বাচন করি তখন আমার এলাকায় ১০টা মোটরসাইকেল ছিল। আজকে হাজার হাজার মোটরসাইকেল। আমার এলাকায় কৃষিভিত্তিক অর্থনীতি, আলুভিত্তিক অর্থনীতি। তাদের কোনো কষ্ট নেই। মহিলারা দিনে তিনবার করে লিপিস্টিক লাগাচ্ছে, চারবার করে স্যান্ডেল পাল্টাচ্ছে। সুতরাং আমার ভোটের কোনো সমস্যা হবে না। এটা আমি খুব ভালো করেই জানি।

সচিবালয়ে ন্যাশনাল ট্যারিফ পলিসি মনিটরিং ও রিভিউ কমিটির সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বাণিজ্য মন্ত্রী।

পূর্ববর্তী নিবন্ধমাতারবাড়িতে কয়েক লাখ লোক সমাগমের আশা আ. লীগের
পরবর্তী নিবন্ধহরতাল-অবরোধে ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিরোধে ১৯ স্পটে নেতাদের দায়িত্ব বণ্টন