‘আমার এখনো হাতে মেহেদিও লাগানো হয়নি, আমার জামাই কই’

| রবিবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৫৫ অপরাহ্ণ

“আমার এখনো হাতে মেহেদিও লাগানো হয় নি, আমার জামাই কই!”-এভাবেই সদ্য বিবাহিত এক বধূর আহাজারিতে ভারি হয়ে উঠেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আকাশ-বাতাস।

এই আহাজারি চট্টগ্রাম ডিসি পার্ক সংলগ্ন ট্রাংক রোডে লরির আঘাতে মারা যাওয়া পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী রায়হানের স্ত্রীর।

কেনইবা করবেনা সে এমন আর্তনাদ, নওশাদ মাত্র দুইদিন আগেই যে আক্বদের কাপড়ে নিজেকে সাজিয়েছিল। রায়হানকে ঘিরে বুনেছিল কত হাজারো স্বপ্ন।

রায়হানের বন্ধু রেইমন সাখাওয়াত আজাদীকে জানান, গত শুক্রবার তার আকদ হয়েছিল। তার দুদিন পর আজ রবিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর আউটার রিং রোডে মোটর সাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নওশাদ। তার লাশ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছে।

নওশাদের অকাল মৃত্যুতে তার পরিবার পরিজন ও বন্ধুমহলে নেমেছে শোকের ছায়া।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরীর আউটার রিং রোডে মোটর সাইকেল দুর্ঘটনায় আহত অবস্থায় নওশাদ নামের এক যুবককে স্থানীয়রা চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারা পারকি সৈকতে পর্যটকদের আতঙ্ক পাগলা কুকুর ও সাপ
পরবর্তী নিবন্ধস্বামীর অবৈধ আয় দিয়ে সম্পদ করেছেন স্ত্রী