আমার আছে ফুলের বাগান
আছে ফলের গাছ,
আমার আছে নদীনালা
আছে জলের মাছ।
আমার আছে বিশাল আকাশ
আছে তারার মেলা,
আমার আছে মুক্ত বাতাস
আছে মজার খেলা।
আমার আছে পাঠের ইশকুল
আছে টেবিল পড়ার,
আমার আছে শিক্ষা গুরু
আছে মানুষ গড়ার।
মজনু মিয়া | বুধবার , ২৭ আগস্ট, ২০২৫ at ৫:২৯ পূর্বাহ্ণ