আমার আছে সিকদার জুয়েল | বুধবার , ৩০ নভেম্বর, ২০২২ at ৮:০৬ পূর্বাহ্ণ (৩১,১০৩) ভরা পেটে আছি যে বেশ আনন্দের নাই শেষ, খাচ্ছি–দাচ্ছি আরাম পাচ্ছি পোলাও, কোরমা কাচ্চি। মানুষের কষ্টের টাকা করছি আমি শেষ, ক্ষতিটা যারই হোক লুট করে যাই বেশ। আমি নেতা দুষ্টুচক্রের ব্যবসা করে যাই, ইচ্ছেমতো দাম বাড়িয়ে অনেক টাকা কামাই।