পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন ও গাউছুল আজম (রা.) স্মরণে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ, হাটহাজারী–ফটিকছড়ি সমন্বয় পরিষদের উদ্যোগে গতকাল বুধবার বাদে আসর হতে হাটহাজারী আমান বাজার আইএস কনভেনশন হলে এক এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়।
উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুহাম্মদ নূর খাঁনের সভাপতিত্বে মাহফিলে প্রধান আলোচক ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া। বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ এরশাদুল হক, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন নুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মুহাম্মদ মহসিন খান, নাজিরহাট বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ মুহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ ফারুক, অধ্যাপক অলি আহাদ, মুহাম্মদ শহীদুল্লাহ, মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ মাহবুব আলম প্রমুখ।
মাহফিলে বক্তারা বলেন, নফসের কুমন্ত্রণায় পড়ে মানুষ দ্বীন ইসলাম থেকে দূরে সরে যায়, জড়িয়ে পড়ে নানাবিধ ঘৃণ্য পাপাচারে। ফলে চতুর্দিকে বেড়ে চলছে সহিংসতা, অস্থিরতা, অপরাধমমূলক কর্মকাণ্ড। তাই নফসের ধোঁকা থেকে নিজেকে বাঁচাতে প্রয়োজন তাওয়াজ্জুহ বিশিষ্ট তরিক্বত। যার মাধ্যমে মানবীয় দোষ থেকে নিজেকে পরিশুদ্ধ করে ইনসানে কামেল হতে পারে।
শেষে দেশ–জাতির উন্নতি–অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মিলাদ–কিয়াম শেষে মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












