চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কের আমানবাজার এলাকায় রাঙামাটিগামী একটি বাসের ছাদ থেকে পড়ে মো. হানিফ (২৫) নামে এক বাস হেলপার নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১৫ জুন) মহাসড়কের উক্ত এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া মুঠোফোনে জানান, হাটহাজারী উপজেলার আমানবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক যুবককে চমেকে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।