আমানবাজারে বাসের ছাদ থেকে পড়ে হেলপারের মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ১৫ জুন, ২০২১ at ৯:২৯ অপরাহ্ণ

চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কের আমানবাজার এলাকায় রাঙামাটিগামী একটি বাসের ছাদ থেকে পড়ে মো. হানিফ (২৫) নামে এক বাস হেলপার নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১৫ জুন) মহাসড়কের উক্ত এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া মুঠোফোনে জানান, হাটহাজারী উপজেলার আমানবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক যুবককে চমেকে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা ডাকাতকে এনআইডি দেয়ায় সাবেক কাউন্সিলরসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধদেশে জনসনের এক ডোজের করোনা টিকার অনুমোদন