মাহবুবে রব্বানী, গাউসে ছমদানি কুতুবুল আকতাব হযরত শাহ সূফি আমানত খান (রহ.) বার্ষিক ওরশ শরীফ আগামী ২৮ মে অনুষ্ঠিত হবে। রাতব্যাপী ওরশের কর্মসূচির মধ্যে রয়েছে –কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, হালকায়ে জিকির। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হবে। এতে শরীক হয়ে বাবাজান কেবলা (রহ.) এর রুহানি ফয়েজ হাসিল করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।