আজ বিশ্বায়নের এই যুগে এসেও কিছু বিকৃত মস্তিষ্কের লোক আছে যারা নারীর প্রতি শ্রদ্ধাশীল নয়। শিক্ষিত সমাজে বসবাস করেও অশিক্ষিত মূর্খদের মতো আচরণ করে। মা ও মা জাতিকে সম্মান দিতে চায় না। সর্বদা নারী নিয়ে নগ্ন চিন্তাধারা মাথায় ঘুরপাক করে ওদের। শুধু সনদের শিক্ষাটাই তারা অর্জন করে বাস্তব শিক্ষা আদৌ তাদের মনে ধারণ করতে পারে নি। নারী জাতিকে সম্মান দেওয়া সকলের দায়িত্ব। নিজেকে বদলানোর কথা সবাই বলে কিন্তু বাস্তবে তা কতঠুকু নিজের জীবনে ধারণ করে তার হিসাব কেউ রাখে না। শিক্ষা শুধু সনদে নয় বরং বাস্তবিক জীবনে তা প্রয়োগ করতে হবে। কোন শিক্ষিত যুবক যদি বিবেকহীন হয় তাহলে তাকে উত্তম শিক্ষা দেওয়া তার পরিবার ও সমাজের দায়িত্ব। আমরা প্রতিনিয়ত বিভিন্ন মানুষের সাথে চলাফেরা করি, আমাদের ব্যবহার, আচার-আচরণের মাধ্যমে বুঝিয়ে দেওয়া উচিত আমার পরিবারের সুনাম। নিজের মন মানসিকতা হতে হবে সুন্দর, এতেই বদলে যাবে আমাদের পরিবার, সমাজ ও দেশ।