আমাদের পরিকল্পনা হচ্ছে, আধুনিক ও প্রযুক্তি নির্ভর শিক্ষাদান অব্যাহত রাখা

উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:০০ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) উপাচার্য প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ বলেছেন, আমাদের প্রতিষ্ঠান পাহাড় আর সমুদ্রের কোলে অবস্থিত। চারদিকে সবুজ আর সবুজ। প্রকৃতির মধ্যে থেকেই ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে। শহর থেকে ক্যাম্পাসে যেতে যানবাহনের ব্যবস্থা রয়েছে। টাইম টু টাইম যানবাহন ক্যাম্পাস থেকে শহরে এবং শহর থেকে ক্যাম্পাসে যাতায়াত করে। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, এমনকি স্ট্যাফরাও এই সেবা নিচ্ছেন। মূলত নৈতিকতার সাথে গুণগত মান সমন্বয়ে বেশি জোর দিয়ে থাকে আইআইইউসি উল্লেখ করে উপাচার্য বলেন, নৈতিকতা রয়েছে, অথচ গুনগত মান নেই। আবার গুনগত মান রয়েছে, নৈতিকতা নেই। আমরা এমনটা চাই না। আমাদের নীতি হচ্ছে, নৈতিকতার সাথে গুনগত মানের সমন্বয় করা। উপাচার্য বলেন, আইআইইউসিতে অনেকগুলো পোগ্রামগুলো রয়েছে। তাতে ছাত্রছাত্রীদের সাড়া মিলছে, আগ্রহ বেড়ে গেছে। এর ফলে ভর্তি বেড়েছে অনেকটাই। ছাত্রছাত্রীদের কাছে পছন্দের বিশ্ববিদ্যালয়ে পরিণত হযেছে আইআইইউসি। ক্যাম্পাসে নতুন নতুন স্থাপনা তৈরী করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আইআইইউসিতে সুজজ্জিত লাইব্রেরী রয়েছে। এয়ার কন্ডিশনের ব্যবস্থা রয়েছে। সায়েন্স ল্যাবকে সাজানো হয়েছে। পড়াশোনার জন্য পর্যাপ্ত সুযোগসুবিধা রয়েছে। এ জন্য আইআইইউসি চট্টগ্রামে শিক্ষার প্রসারে অনেক ভালো কাজ করছে। বিজনেস ফ্যাকাল্টিসহ আরো কিছু ফ্যাকাল্টি সাড়া ফেলছে। নতুন নতুন পোগ্রাম চালুর পরিকল্পনা রয়েছে। এরমধ্যে ত্রিপলি, ফিনান্স বিভাগও রয়েছে। আইআইইউসি লিডিং ইউনিভার্সিটি। এর রয়েছে বিশাল ক্যাম্পাস। আমাদের পরিকল্পনা হচ্ছে, আধুনিক ও প্রযুক্তি নির্ভর শিক্ষাদান অব্যাহত রাখা। চট্টগ্রামে শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবে আইআইইউসি বলেও জানান তিনি।