আমাদের অপহরণ করে নিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী

ফ্রিডম ফ্লোটিলা থেকে শহিদুল আলমের বার্তা সরকারের উদ্বেগ, তাকে নিরাপদে ফিরিয়ে আনতে বিএনপি-জামাতের আহ্বান

| বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ at ৬:০৭ পূর্বাহ্ণ

ফ্রিডম ফ্লোটিলার অংশ হিসেবে গাজার পথে থাকা কনশানস জাহাজটির দখল নিয়েছে ইসরায়েলি বাহিনী, যে জাহাজে আছেন বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলম। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইসরায়েলি হানাদার বাহিনী আমাদের জাহাজে উঠেছে এবং আমাকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র ও অন্য পশ্চিমা দেশগুলোর সহায়তায় ইসরায়েল যে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে, সে কথা তুলে ধরে সকল কমরেড ও বন্ধুদের ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। এর আগে মঙ্গলবার এক ফেসবুক পোস্টে শহিদুল আলম জানিয়েছিলেন, তাদের জাহাজ বুধবার ভোর নাগাদ ‘রেড জোন’ এ পৌঁছাতে পারে। ভিডিওতে তিনি বলেন, আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। যদি আপনি এ ভিডিওটি দেখে থাকেন, তাহলে ধরে নিতে হবে আমরা সাগরে বাধাগ্রস্ত হয়েছি এবং আমি ইসরাইলি দখলদার বাহিনীর হাতে অপহৃত হয়েছি। খবর বিডিনিউজ ও বাসসের।

এর আগে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের ৪০টির বেশি ত্রাণবাহী নৌযান ইসরায়েলি অবরোধ ভেঙে গাজায় ঢোকার চেষ্টা করেছিল। ইসরায়েলি সেনারা সেগুলো দখল করে নেয় এবং জাহাজগুলোতে থাকা চার শতাধিক অধিকারকর্মীকে আটক করে নিয়ে যায়। এরপর আরও ১১টি জাহাজের আরেকটি নৌবহর ১ অক্টোবর গাজা অভিমুখে যাত্রা শুরু করেছে, যার আয়োজক আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) এবং থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা (টিএমটিজি)। এ বহরের ‘কনশানস’ নামের জাহাজটিতে দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলমসহ ২৫ দেশের সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীরা রয়েছেন। ইসরায়েলের অবৈধ দখলদারত্বের অবসান এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দাবিতে তারা গাজা অভিমুখে রওনা হয়েছিলেন। বুধবার বেলা সাড়ে ১০টার পর ফ্রিডম ফ্লোটিলা লাইভ ট্র্যাকারে মিশর উপকূলের কাছে ‘কনশানস’ জাহাজটির অবস্থান দেখানো হয় লাল বিন্দু দিয়ে। এর মানে হল, ইসরায়েলি বাহিনী জাহাজটির নিয়ন্ত্রণ নিয়েছে। লাইভ ট্র্যাকারের তথ্য অনুযায়ী, ওই বহরের মোট নয়টি জাহাজ এখন ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে।

এদিকে বিখ্যাত আলোকচিত্রী ও লেখক শহিদুল আলমকে ইসরাইলি বাহিনী সাগরে বাধা দিয়ে আটক করেছেএমন তথ্য জানিয়ে তাকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। পোস্টে মির্জা ফখরুল লিখেছেন, শহিদুল আলমকে মুক্তি দিন। আমি সরকারের কাছে আহ্বান জানাই, যেন তার নিরাপদে বাংলাদেশে ফেরার জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়া হয়।

শহিদুল আলমকে ইসরাইলি বাহিনীর আটক করার ঘটনায় উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল বুধবার এক বিবৃতিতে এ কথা জানান সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিবৃতিতে তিনি বলেন, আটক বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমসহ সকল মানবাধিকার কর্মীর নিরাপত্তা নিশ্চিত করে তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। আমি বিশ্ববাসীর প্রতি এ বিষয়ে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।

এদিকে বিশ্বখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়ায় গভীর উদ্বেগ ও তার প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ভেরিফায়েড ফেসবুক পেজে বুধবার এক পোস্টে তিনি লিখেছেন, শহিদুল আলম যে নৌবহরে ছিলেন, ইসরায়েলি বাহিনী তা আটক করেছে। শহিদুল জানিয়েছেন, তাঁরা এখন ইসরায়েলি দখলদার বাহিনীর হাতে অপহৃত অবস্থায় আছেন।

শফিকুল আলম বলেন, হাসিনা সরকারের আমলে কারাবন্দি অবস্থায় যে অসাধারণ সাহস ও দৃঢ়তা শহিদুল দেখিয়েছিলেন, সেই মানসিক শক্তিই এবারও তাঁকে এই দুঃসময় পার হতে সহায়তা করবে। তিনি আরও বলেন, শহিদুল আলমের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন, তবে একই সঙ্গে আমাদের দৃষ্টি রাখতে হবে গাজায় চলমান ধ্বংসযজ্ঞ ও গণহত্যার প্রতিও। এটি কেবল এক মানবিক বিপর্যয় নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এক নৈতিক পরীক্ষাও।

শহিদুল আলমসহ নৌবহরের সব যাত্রীর অবিলম্বে মুক্তির দাবি জানান প্রেস সচিব। তাঁর ভাষায়, শহিদুল বাংলাদেশের অবিচল মানবিক চেতনার উজ্জ্বল প্রতীক। সবশেষে তিনি শহিদুল ও তাঁর সঙ্গীদের রক্ষায় সৃষ্টিকর্তার কাছেও প্রার্থনা করেন।

পূর্ববর্তী নিবন্ধপৌনে ৪ লাখ লিটার তেল সরবরাহে গরমিল, দুদকের অনুসন্ধান শুরু
পরবর্তী নিবন্ধনগরে ৮ লাখ ২৯ হাজার শিশুকে দেওয়া হবে টাইফয়েড টিকা : মেয়র