আমরা হলাম অন্ধ

মির্জা মোহাম্মদ আলী | বুধবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:০৯ পূর্বাহ্ণ

কোরআন হাদিস বুঝি না তাই সবার কথা শুনি,

বুঝতে পারি আছে অনেক জ্ঞানী এবং গুণী।

আমরা হলাম অন্ধ মানুষ শুনি যেসব কানে,

বাপ দাদার যে পথটা ছিল সেইদিকে মন টানে।

ভেবে দেখলে একটা জিনিস আসলে ভুল করি,

যাকে ভালো লাগে শুধুই তার কথাতেই লড়ি।

বিবেক বিবেচনা করে পা বাড়ালেই বুঝি,

তখন আমরা জান্নাতের পথ অন্তর দিয়ে খুঁজি।

ঈমান মজবুত অনেক আবার হয় না দেরি যেতে,

গলত পথে চলছি আমরা জান্নাতের সুখ পেতে।

জান্নাত এতো সহজ তো নয় কেবা এতো জানে,

জাহান্নামে যেতেই হবে নবীর অপমানে।

পূর্ববর্তী নিবন্ধআসুন ধৈর্য্য সহ্য করার মন-মানসিকতা গড়ে তুলি
পরবর্তী নিবন্ধদুরের টানে বাহির পানে