আমরা ভালো আছি : মেলানিয়া

| শনিবার , ৩ অক্টোবর, ২০২০ at ৬:৪০ পূর্বাহ্ণ

 

করোনাভাইরাস আক্রান্ত হলেও এখনো শারীরিকভাব ভালো আছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। বৃহস্পতিবার মধ্যরাতের দিকে ডোনাল্ড ট্রাম্প নিজেই এক টুইটে প্রথমে তার ঘনিষ্ঠ উপদেষ্টা হোপ হিঙের করোনাভাইরাস ‘পজিটিভ’ হওয়ার এবং তার ও তার স্ত্রী মেলানিয়ার নমুনা পরীক্ষার ফলাফলের অপেক্ষায় থাকার কথা জানান। পরের টুইটেই ট্রাম্প জানান, তিনি এবং মেলানিয়া দুইজনই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। করোনাভাইরাস ‘পজিটিভ’ হলেও তারা এখনো ভালো আছেন জানিয়ে এক টুইটে মেলানিয়া ট্রাম্প বলেন, ‘এ বছর আমেরিকার অনেক মানুষকে এ অবস্থার মধ্যদিয়ে যেতে হয়েছে। পরীক্ষায় কোভিড১৯ পজিটিভ আসার পর আমি এবং প্রেসিডেন্ট ট্রাম্প বাড়িতে কোয়ারেন্টিনে আছি। আমরা এখনো ভালো বোধ করছি। তবে আগামী কয়েকদিন আমার যেসব কাজ করার কথা ছিল সেগুলো আমি স্থগিত করেছি। দয়া করে বাড়িতে থাকুন এবং আমরা সবাই একসঙ্গে এ পরিস্থিতির মোকাবেলা করবো। খবর বিডিনিউজের। বিবিসি জানায়, হোয়াইট হাউজের চিকিৎসক শন কনলিও এক বিবৃতিতে প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডির ভালো থাকার খবর দিয়েছেন। কনলি বলেন,‘আজ বৃহস্পতিবার রাতেই আমি প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়ার সার্সসিওভি২ ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছি। এখনো তারা দুইজনই ভালো আছেন। তারা হোয়াইট হাউজে নিজের বাসগৃহে কোয়ারেন্টাইনে থাকার পরিকল্পনা করেছেন।’ তাদের চিকিৎসার বিষয়ে শন কনলি বলেন, ‘হোয়াইট হাউজের চিকিৎসক দল এবং আমি সবসময় তাদের উপর নজর রাখছি। আমাদের দেশের নামকরা চিকিৎসক এবং চিকিৎসা প্রতিষ্ঠানও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, আমি তাদের এজন্য ধন্যবাদ জানাচ্ছি। এখন পর্যন্ত আমি আশা করছি, এ রোগ থেকে সুস্থ হওয়ার সময়ে প্রেসিডেন্ট কোনো রকম অসুবিধা ছাড়াই দেশ পরিচালনার দায়িত্ব পালন করে যেতে পারবেন। আমি প্রতিনিয়ত এ বিষয়ে আপনাদের তথ্য দিয়ে যাব।’

পূর্ববর্তী নিবন্ধঅন্যায়ের বিরুদ্ধে মহাত্মা গান্ধীর অস্ত্র ছিল অসহযোগ প্রতিরোধ
পরবর্তী নিবন্ধ১৮ ঘণ্টা পর চট্টগ্রাম-দোহাজারী রেল চলাচল শুরু