ব্যান্ড দল ‘জলের গান’র দলনেতা রাহুল আনন্দের বাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন গায়ক শায়ান চৌধুরী অর্ণব। ফেইসবুকে পোস্ট দিয়ে অর্ণব তার সহশিল্পীর প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, মেনে নিতে পারছি না। আমি সত্যি দুঃখিত! আমরা সবাই তোমার সঙ্গে আছি রাহুল। আগুনে রাহুলের নিজের হাতে বানানো তিন শতাধিক বাদ্যযন্ত্র পুড়ে যাওয়ার ঘটনায় আক্ষেপ প্রকাশ করে অর্ণব লিখেছেন, খাল কেটে এখন কোন কুমির আসবে। খবর বিডিনিউজের।
ধানমন্ডির ৩২ নম্বরের পাশেই একটি বাড়িতে থাকতেন রাহুল আনন্দ। গানের অফিশিয়াল স্টুডিও হিসেবেও ব্যবহৃত হতো ওই বাড়িটি। দলগত সংগীতচর্চা থেকে শুরু করে সব স্টুডিও ওয়ার্ক–রেকর্ডিং, মিক্সিং, এডিটিং এখানেই হতো। সোমবার দুর্বৃত্তরা তার সেই বাড়িটিও আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। বাদ্যযন্ত্র পুড়ে যাওয়ার পাশাপাশি লুট হয়েছে বাড়ির মালামালও। এই ঘটনায় স্ত্রী উর্মিলা শুক্লা ও ১৩ বছরের পুত্রকে নিয়ে এক কাপড়ে বাড়ি থেকে বের হতে হয়েছে রাহুলকে। জলের গানের মূল ভোকালিস্ট রাহুল বলেন, কিছু ছেলেপেলে এসে আমাদের বাড়ি থেকে বের হয়ে যেতে বলল, তাদের বললাম, আমি তো তোমাদের জন্যই গান করি। এই আন্দোলনেরও সমর্থক ছিলাম। তবুও আমার বাড়িতে কেন হামলা করছ? তারা বলল, আপনারা বের হয়ে যান, না হলে বিপদ হবে। পরে আমরা বেরিয়ে চলে আসি।
কোটা সংস্কার আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার ও পরে সরকার পতনের এক দফার গণআন্দোলনে নেমেছিলেন রাহুল। তবে ছাত্র–জনতার বিজয়ের পর সহিংসতা থেকে রক্ষা পেলেন না তিনি।












