আমরা গর্বিত

| সোমবার , ২০ মে, ২০২৪ at ৭:৫৩ পূর্বাহ্ণ

ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত লালসবুজের পতাকা বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে ওড়িয়েছেন চট্টগ্রামের হাটহাজারীর সন্তান ডা. বাবর আলী। তিনিই প্রথম চট্টগ্রামকে নিয়ে গেলেন সর্বোচ্চ পর্বতশৃঙ্গে।

বাবরের অভিযান এখানেই শেষ নয়। তার আসল লক্ষ্য এভারেস্টের লাগোয়া পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত লোৎসে। লোৎসেতে এর আগে কোনো বাংলাদেশি যাননি এবং কোনো বাংলাদেশি একই অভিযানে দুটি আট হাজারী শৃঙ্গে উঠেননি। তাই লক্ষ্য পূরণ হলে তিনি দেশের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করবেন।

চট্টগ্রামের আলোহাওয়ায় বড় হওয়া বাবর আলীর এই সাফল্যে আমরা গর্বিত, আমরা আনন্দিত।

পূর্ববর্তী নিবন্ধডিবি পরিচয়ে প্রবাসীর স্বর্ণ ছিনতাই সোর্সসহ পুলিশের এসআই আটক
পরবর্তী নিবন্ধএভারেস্টর চূড়াত চাটগাঁইয়া পোয়া