আমরা করব জয়

ডি কে বড়ুয়া | শনিবার , ১৯ এপ্রিল, ২০২৫ at ১০:২০ পূর্বাহ্ণ

আমরা করিনা বাহাদুরি

কাউকে করিনা ভয়,

নিয়ম নীতি ভঙ্গ করি না

আমরা করব জয়।

 

যারা দেশের বড়ো শত্রু

মানেনা তারা শাসন,

কিসের তারা দেশ দরদী

দেশ করে যে শোষণ।

 

নিজের আখের গুছাতে তারা

সকল সময় ব্যস্ত,

সেই মানুষকে আমরা করি

নানা কাজে ন্যস্ত।

 

দেশের ভালো চায়না তারা

চায় না দশের ভালো,

তাদের দিয়ে কোনদিনও

জ্বলবে না আর আলো।

 

চরিত্রহীন থাকবে যারা

তাদের কথা বলি,

দেশের দোসর দশের দোসর

যাবেই তারা চলি।

 

সৎ মানুষকে ক্ষমতা দিও

দেশ দশের জয়,

দশের ভালো চাইবে তারা

দেশ হবে না ক্ষয়।

পূর্ববর্তী নিবন্ধজনসাধারণের চলাচলের পথ অবমুক্ত করার পদক্ষেপ নিন
পরবর্তী নিবন্ধমা