আমরা এমন দেশ চাই যেখানে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দিতে হবে না : জামায়াত আমির

| রবিবার , ১ ডিসেম্বর, ২০২৪ at ১০:১৯ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান বলেন, আমরা এমন একটি দেশ চাই যেখানে মসজিদ, মন্দির, মঠ গির্জা, কোনো কিছুই পাহারা দেওয়া লাগবে না। আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির চমৎকার বাগান। এই বাগানে মাঝে মধ্যে হুতোম প্যাঁচা ঢুকে পড়ে। এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। আকাশে কালো শকুন ঘুরছে। এই শকুন মাঝে মাঝে ফুঁস করছে। তাই সতর্ক থাকতে হবে। যে যে যেভাবেই উসকানি দেক, আমরা ফাঁদে পা দেব না। গতকাল শনিবার বিকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এই কথা বলেন। খবর বিডিনিউজের।

মেয়েদেরকে কোনো বিশেষ পোশাক পরতে জামায়াতে ইসলামী বাধ্য করবে না জানিয়ে দলের আমির শফিকুর রহমান বলেছেন, তারা ইচ্ছা খুশিমত পোশাক পরতে পারবে। জামায়াত আমির বলেন, আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয় যে, আমরা ক্ষমতায় আসলে নারীদের ঘর থেকে বেরুতে দেওয়া হবে না। কিন্তু কথা দিচ্ছি এমন হবে না। মা বোনেরা ঘরেও সুরক্ষিত থাকবে, কর্মস্থলেও সুরক্ষিত থাকবে। তাদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না।

মহানবী (.) নারীদেরকে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ কাজও করিয়েছেন মন্তব্য করে তিনি বলেন, যুদ্ধক্ষেত্রেও নারীদের যুক্ত করেছেন। তাই আমরা তাদের (নারী) আটকে রাখার কে। তারা সামর্থ্য অনুযায়ী দেশের জন্য আত্মনিয়োগ করবে। তাদের পোশাক নিয়ে আমরা বাধ্য করবে না। তারা ইচ্ছামত পোশাক পরতে পারবে।

জামায়াত দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চায় উল্লেখ করে শফিকুর বলেন, আমরা ইনসাফ কায়েম করতে চাই। যেখানে মানুষ চাইলেও অধিকার পাবে, না চাইলেও অধিকার পাবে। মানুষ যেন শিক্ষা পেয়ে মানুষ হয়। শিক্ষা নিয়ে যেন ডাকাত না হয়। এমন একটি শিক্ষা ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই।

সাতক্ষীরা জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে কর্মী সম্মেলনে দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য রবিউল বাসার, জেলা কর্মপরিষদ সদস্য ও গাজী নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি গাজী আজিজুর রহমানও বক্তব্য রাখেন।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় ঐক্যের ডাক দিলেন ৫০ বিশিষ্ট নাগরিক
পরবর্তী নিবন্ধছিদ্দিকুল ইসলাম স্মরণে দোয়া মাহফিল ও সভা