সহসা বিয়ের পিঁড়িতে বসতে না চাওয়া অভিনেত্রী জয়া আহসান প্রথমবারের মত তার সম্পর্কে থাকার কথা জানিয়েছেন। খবর বিডিনিউজের। জয়া বলেছেন, অনেক বছর ধরে একটি সম্পর্কে আছেন তিনি। তার নাম প্রকাশ না করলেও জয়া বলেছেন, তার প্রেমিক বিনোদন জগতের বাইরের একজন মানুষ। এবারের কোরবানির ঈদের ‘তাণ্ডব’, ‘উৎসব’ সিনেমায় পাওয়া গেছে জয়াকে। এছাড়া কলকাতায় মুক্তি পেয়েছে তার দুইটি সিনেমা ‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’। সঞ্চালকের প্রশ্ন ছিল, আপনার জীবনে বিশেষ কেউ আছেন কি না? উত্তরে সহজভাবে জয়া বলেন, হ্যাঁ, অবশ্যই। মানুষ তো একা থাকতে পারে না। অবশ্যই আছে। জয়া সেই ব্যক্তির নাম প্রকাশ না করে বলেছেন, তার সচেতন সিদ্ধান্ত ছিল সিনেমা জগতের কারো সঙ্গে তিনি সম্পর্কে জড়াবেন না। সম্পর্ক নিয়ে জয়া বলেন, আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি। অবশ্যই সেটা বহু বছর। অভিনেত্রী বলেন, যে কোনো সম্পর্কে পার্টনার হওয়ার আগে ভালো বন্ধু যেন হয়ে উঠতে পারি, বন্ধু হয়ে যেন থাকতে পারি, সেটা একটা বড় বিষয়। সেটা আমরা অবশ্যই। সে আমার অনেক অত্যাচার সহ্য করে। আমরা নিজেদের মত থাকতে পছন্দ করি। আরও অনেক ব্যাপার আছে। উনি খুব শান্ত, আমিও তেমনি। এ কারণেই তার প্রতি অ্যাট্রাকশন তৈরি হয়েছে। বিয়ে নিয়ে কি তাহলে প্রস্তুত নয়? এমনটাও মানছেন না অভিনেত্রী। তিনি বলেছেন, বিয়ে নিয়ে তার ভেতরে ভীতি কাজ করে। জয়া বলেন, আসলে এখানে প্রস্তুতির কোনো বিষয় নেই। এ বিষয়ে আমার ভেতর ভীতি কাজ করে। আমার আগের সম্পর্কের অভিজ্ঞতার কারণেও এমনটা হতে পারে।