আমদানি ও রপ্তানির প্রক্রিয়া সহজ করতে শুল্ক বিষয়ক সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট (সিএলপি) অনলাইনে দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। এখন থেকে আমদানি ও রপ্তানি পণ্যের চালান শুল্কায়নের ক্ষেত্রে ১৯টি সংস্থার দেওয়া সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ) সিস্টেমের মাধ্যমে দাখিল করতে হবে। গতকাল সোমবার এ বিষয়ক প্রজ্ঞাপনে এনবিআর বলেছে, মঙ্গলবার তথা নতুন অর্থবছরের প্রথমদিন থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এনবিআর সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সব সেবাকে অনলাইনের এক জায়গায় আনার প্রকল্প ‘বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো’ (বিএসডব্লিউ) বাস্তবায়নে সহযোগিতার জন্য অনুরোধ করা হয়েছে। খবর বিডিনিউজের।
অনলাইনে সেবা নেওয়ার কারণে পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে সময় ও ব্যয় কমবে এবং দেশি-বিদেশি ব্যবসায়ীদের মধ্যে আস্থা সৃষ্টির মাধ্যমে বিনিয়োগ ও বাণিজ্যের প্রসার ঘটবে। এনবিআর বলছে, এ সিস্টেমের মাধ্যমে গতকাল সোমবার পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে দেওয়া সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট সংখ্যা ৩ লাখ ৮৯ হাজার অতিক্রম করেছে। সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট পেতে ৮৫ দশমিক ৯৭ শতাংশ ক্ষেত্রে এক ঘণ্টার কম সময়ে এবং ৯৪ দশমিক ৬৩ শতাংশ ক্ষেত্রে একদিনের কম সময় লেগেছে। এ বিষয়ক যেকোন প্রয়োজনে কল সেন্টারের হটলাইন ১৬১৩৯ ফোন করে এবং ওয়েবসাইট (www.bpsc.gov.bd ) থেকে সিঙ্গেল উইন্ডোর সব সেবা নেওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ২০১৭ সালে এনবিআর ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্প চালু করে। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর এটির নাম রাখা হয় বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো। প্রথমে সাত সংস্থা নিয়ে এটি চালু হলেও এখন ১৯টি সংস্থা যুক্ত হয়েছে। এগুলোর মধ্যে আছে- পরিবেশ অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর, রপ্তানি উন্নয়ন ব্যুরো, বিস্ফোরক অধিদপ্তর, বাংলাদেশ ন্যাশনাল অথরিটি ফর কেমিক্যাল উইপনস কনভেনশন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ। এছাড়া বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, মৎস্য অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, উদ্ভিদ সংগনিরোধ উইং, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বিজিএমইএ ও বিকেএমইএ এবং আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর রয়েছে এর মধ্যে। এসব প্রতিষ্ঠান ইতোমধ্যে বিএসডব্লিউয়ের মাধ্যমে সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট দাখিল করার সিদ্ধান্ত নিয়েছেন বলেও তুলে ধরা হয় বিজ্ঞপ্তিতে।