আমদানি মূল্য পরিশোধের সময় বাড়ল

| মঙ্গলবার , ২১ জানুয়ারি, ২০২৫ at ৬:১৬ পূর্বাহ্ণ

শিল্পের কাঁচামাল এবং কৃষি উপকরণের আমদানি মূল্য পরিশোধের সময় বাড়িয়ে এক বছর করেছে বাংলাদেশ ব্যাংক। ডলার সাশ্রয় ও পণ্য সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে গতকাল সোমবার এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়, ব্যাক টু ব্যাক আমদানি, কৃষি উপকরণ ও রাসায়নিক সার আমদানিসহ শিল্পের কাঁচামাল সাপ্লায়ার্স ও বার্সার্স ক্রেডিটের আওতায় আমদানির ক্ষেত্রে বিলম্ব মূল্য পরিশোধ সীমা ১৮০ দিন থেকে বাড়িয়ে ৩৬০ দিনে উন্নীত করা হয়েছে। খবর বাংলানিউজের।

এর ফলে চলমান ডলার সংকটে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে আমদানি মূল্য দেরিতে পরিশোধের সুযোগ তৈরি হলো। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত এ সুযোগ বহাল থাকবে। তবে রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণের আওতায় আমদানির ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না বলে সার্কুলারে বলা হয়েছে। এর আগে এসব পণ্য আমদানির বিলম্ব মূল্য পরিশোধ সীমা ৩৬০ দিনে উন্নীত করে গত বছর ৩০ জুন সার্কুলার জারি করেছিল বাংলাদেশ ব্যাংক। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এর মেয়াদ ছিল। এই সার্কুলার অনুযায়ী নির্ধারিত সময় ৩১ ডিম্বেরের পর গ্রাহকের নামে বৈদেশিক মুদ্রায় দায় পরিশোধের সময় বৃদ্ধি করা যাবে না।

পূর্ববর্তী নিবন্ধকাঁদুনে গ্যাস, সাউন্ড গ্রেনেড পাচ্ছে বিজিবি
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনের তফশিল ঘোষণা