ডলারের মূল্যবৃদ্ধিতে দেশের আমদানি বাণিজ্যে বড় ধরনের সংকট সৃষ্টি করছে বলে উল্লেখ করে শীর্ষস্থানীয় আমদানিকারক বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী বলেছেন, টাকার বিপরীতে ডলারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি আমদানি বাণিজ্যে বড় ধরনের সংকট সৃষ্টি করছে। গত বেশ কিছুদিন যাবত ডলারের মূল্য উর্ধমুখী। এটি আমাদের ব্যবসা বাণিজ্যে মারাত্মক রকমের নেতিবাচক প্রভাব পড়ছে।
তিনি বলেন, আমাদের আমদানি নির্ভর দেশ। প্রায় সব কাজই ডলার নির্ভর। কিন্তু ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় আমাদেরকে প্রচুর বাড়তি টাকার যোগান দিতে হচ্ছে। প্রসঙ্গক্রমে তিনি বলেন, আগে এক ডলারের জন্য আমরা ৮৫.৬০ টাকা পরিশোধ করতাম। এখন ৮৬.৭০ টাকা পরিশোধ করতে হচ্ছে। এক ডলারে এক টাকারও বেশি বেড়ে যাওয়ায় আমাদের আমদানি খরচ বেড়ে যাচ্ছে। পণ্য মূল্য বাড়ছে। বাড়ছে জাহাজ ভাড়া। আগে আমরা একটি জাহাজের জন্য দশ হাজার ডলারে যে পরিমান টাকা পরিশোধ করতাম, এখন তার থেকে বেশি টাকা পরিশোধ করতে হচ্ছে। যা দেশের আমদানি বাণিজ্যে প্রভাব ফেলছে। জিনিসপত্রের দাম বাড়ছে। আবুল বশর চৌধুরী বলেন, ব্যাংক লিমিট নিয়েও সংকট তৈরি হয়েছে। আমাদের লিমিট রয়েছে টাকায়। আমরা কত টাকার জিনিস আমদানি করতে পারবো তার একটি লিমিট নির্দিষ্ট করে দেয়া আছে। ওই টাকায় কি পরিমান ডলার পাওয়া যাবে ডলারের বিনিময় হারের উপর নির্ভরশীল। আগে আমরা আমাদের লিমিটের টাকায় যে পরিমান ডলারের পণ্য আনতে পারতাম দাম বেড়ে যাওয়ায় তা আর সম্ভব হচ্ছে না। এটিও একটি সংকট তৈরি করছে।
ডলারের মূল্যবৃদ্ধিতে পূণ্য মূল্য বাড়ছে। যা দেশের সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলবে বলেও মন্তব্য করেন।