নগরীর কোতোয়ালী থানাধীন আমতল এলাকার ‘হোটেল সফিনা’ নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের কট্রোল রুমের কর্মকর্তা মো. কফিল উদ্দিন বলেন, সফিনা হোটেলটির অষ্টম তলায় রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে নন্দনকানন ও চন্দনপুরা ফায়ার স্টেশনের একাধিক গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের ক্ষয়ক্ষতি পরিমাণ এখনো নির্ণয় করা যায়নি।