আমজু মিয়া

| শনিবার , ১৭ জুন, ২০২৩ at ৫:৪২ পূর্বাহ্ণ

রাউজান নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল মিয়ার পিতা আমজু মিয়া (৭৫) গতকাল শুক্রবার সাড়ে পাঁচটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহেরাজেউন)। তিনি স্ত্রী, পাঁচ পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার নোয়াপাড়া তাহেরিয়া সুন্নিয়া মাদরাসা মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

আমজু মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব বাবা দিবসে টিআইসিতে চিটাগং ট্রাস্টের সভা
পরবর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা পরেশ বড়ুয়া