আমজাদ হোসেন ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক

চকরিয়ায় সভায় বক্তারা

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ২৬ জুন, ২০২১ at ৭:৫৪ পূর্বাহ্ণ

চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম এমপি বলেছেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মরহুম অ্যাডভোকেট আমজাদ হোসেন ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন প্রকৃত লড়াকু সৈনিক। মরহুম অ্যাডভোকেট আমজাদ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত বৃহস্পতিবার চকরিয়া উপজেলা এবং পৌরসভা আওয়ামী লীগ কর্তৃক চকরিয়ার বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্নারে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি জাফর আলম স্মৃতিচারণ করতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন।
চকরিয়া পৌরসভা আ.লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটুর সভাপতিত্বে স্মরণসভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি এম আর চৌধুরী, পেকুয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, আবু হেনা মোস্তফা কামাল, এম এ রফিক, অধ্যাপক সুলতান আহমদ, আবু মুছা, তপন কান্তি দাশ, মোসলেহ উদ্দিন মানিক, আতিক উদ্দিন চৌধুরী, শওকত ওসমনা, জামাল হোসেন চৌধুরী, মেহরাজ উদ্দিন মিরাজ, মুজিবুর রহমান লিটন, ফেরদৌস আহমদ, আরিফ মঈনুদ্দিন রাসেল, কাউছার উদ্দিন কছির, হাছানগীর হোছাইন, সোহেল রানা পারভেজ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে বৃদ্ধের উপর হামলাকারী আটক
পরবর্তী নিবন্ধআকবর শাহ্‌ ও পাহাড়তলীতে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন