আমজাদের সেঞ্চুরিতে পাথরঘাটা দুর্বার গোষ্ঠীর বিশাল জয়

২য় বিভাগ ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২১ মে, ২০২৩ at ৬:৪৭ পূর্বাহ্ণ

সিজেকেএস ২য় বিভাগ ক্রিকেট লিগে নিজেদের প্রথম খেলা পরাজয় দিয়ে শুরু করলেও এরপর টানা তিন খেলায় জিতেছে পাথরঘাটা দুর্বার সাংষ্কৃতিক গোষ্ঠী। গতকাল শনিবার ‘এ’ গ্রুপের ৪র্থ রাউন্ডের খেলায় পাথরঘাটা দুর্বার ২৩৯ রানের বিশাল ব্যবধানে ওপিএ কে পরাজিত করে। এ খেলার উল্লেখযোগ্য দিক ছিল বিজয়ী দলের আমজাদ হোসেনের অনবদ্য সেঞ্চুরি। এদিকে গতকালের হার নিয়ে ওপিএ তাদের চারটি খেলার চারটিতেই পরাজিত হলো। পাথরঘাটা ৪ খেলা শেষে ৯ পয়েন্ট পেয়েছে, অন্যদিকে ওপিএ সমান খেলায় কোন পয়েন্ট পায়নি।

গতকাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলা পিচ ভেজা থাকার কারণে শুরু করতে দেরি হয়। খেলা নির্ধারিত হয় ৪৬ ওভারে। টসে জিতে ওপিএ প্রথমে ব্যাট করতে পাঠায় পাথরঘাটা দুর্বারকে। তারা ৪৬ ওভার খেলে ৯ উইকেটে ৩৪৭ রানের পাহাড়সম ইনিংস দাঁড় করায় ওপিএ এর সামনে। এতে মূল ভূমিকা রাখেন ওপেনার আমজাদ হোসেন এবং অপর ওপেনার মো. রাসেল। দলীয় ১৭৯ রানে ভাঙ্গে এ দু’জনের উদ্বোধনী জুটি। রাসেল ৭৩ রানে ফিরে গেলেও আমজাদ শতকে পৌঁছে যান। রাসেল ৮৪ বল খেলেন এবং ৪টি চার এবং ৫টি ছক্কা হাঁকান। অন্যদিকে আমজাদ হোসেন ছিলেন আক্রমণাত্মক। তিনি ৬০ বলে ১১২ রান করে আউট হন। তার ইনিংসে ৩টি চার এবং ১৪টি ছক্কার মার ছিল। অন্যদের মধ্যে ওমর ফারুক সাইমন অপরাজিত ৩৩,রিফাত হোসেন অনি ৩১, মো. তানভীর ১৭,শাহিদুল আলম সাকিব ১৪,ওয়াহিদুল আলম ১৩ এবং মো. রাইসুল অপরাজিত ১৪ রান করেন। অতিরিক্ত রান হয় ৩৪। ওপিএ এর পক্ষে শিশির হোসেন ৩টি এবং আবেদ হোসেন ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন ওমর ফারুক, মো. সাকিব,আবু বক্কর এবং শুভজিৎ তালুকদার। জবাব দিতে নেমে ওপিএ ২৯.১ ওভার খেলে ১০৮ রানেই বুকড হয়ে যায়। দলের পক্ষে সবেচেয়ে বেশি রান করেন ওমর ফারুক হৃদয়। তিনি ৪৯ রান করেন ৭১ বল খেলে। বাকি কেউ দুই অংকের ঘরে যেতে পারেননি। অতিরিক্ত রান হয় দ্বিতীয় সর্বোচ্চ ২৬। পাথরঘাটা দুর্বারের পক্ষে মো. রাইসুল ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন আমজাদ হোসেন বাবু এবং শাহিদুল আলম। ১টি করে উইকেট নেন মো. তানভীর এবং শাহাদাত হোসেন। আজকের খেলায় অংশ নেবে বার্ডস স্পোর্টিং ক্লাব এবং পিডিবি(মহিলা ক্রীড়া কমপ্লেক্স)

পূর্ববর্তী নিবন্ধনেপালের আন্তর্জাতিক তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপে চট্টগ্রামের দুই স্বর্ণপদক
পরবর্তী নিবন্ধলিজেন্ড সেমিফাইনালে,জয় পেল চিটাগাং মাস্টার্স