বর্ণাঢ্য আনন্দ র্যালির মধ্য দিয়ে গত ১ এপ্রিল শুরু হয় আব্দুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ ও আব্দুল্লাপুর উচ্চ বিদ্যালয়ের যুগপূর্তি পুনর্মিলনী উৎসব। সকালে শুরু হয় স্মৃতিচারণ অনুষ্ঠান। জুমার নামাজের বিরতির পর বিকাল চারটায় শুরু হয় আলোচনা সভা। পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন পরিষদের আহবায়ক ও ইউপি চেয়ারম্যান অহিদুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম. এ. সালাম।
তিনি বলেন, সুনাগরিক তৈরীর জন্য সুশিক্ষার বিকল্প নাই, যে শিক্ষার সঙ্গে নৈতিকতা দেশপ্রেম ও মানুষের কল্যাণ রয়েছে, তাহাই সুশিক্ষা। বর্তমান সময়ে এর প্রয়োজনীয়তা অনেক বেশি। উদ্বোধনী বক্তব্য রাখেন প্রকৌশলী তাপস বডুয়া ও শুভেচ্ছা বক্তব্য রাখেন বাবু সমর বিজয় বড়ুয়া। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, বর্তমান ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ.এম আবু তৈয়ব, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, জেলা পরিষদ সদস্য আখতার উদ্দিন মাহমুদ পারভেজ, আবদুল্লাপুর সমিতির সভাপতি আবু সৈয়দ সেলিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।