আবেগী শরৎ রানী

স্মরণিকা চৌধুরী | সোমবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:০৪ পূর্বাহ্ণ

শরৎ এলো কাশের দোলায় মিষ্টি রোদের ছায়ায়

বকের সারি উড়ে বেড়ায় শুভ্র মেঘের ভেলায়,

ঢাক গুড় গুড় বাদ্য বাজে শহরতলী গ্রামে

উমা আসছে সেই খুশিতে নাচছে মায়ের নামে।

শিউলি ডালে কুঁড়িরা সব উঠলো হেসে রবে

হিমের পরশ আবেগ মাখে শীতেরই গৌরবে,

টুপটুপাটুপ শিশির কণা ঘাসের আগায় পড়ে

পদ্মপাতায় শিশির বিন্দু জল টলোমল করে।

কুমোর পাড়া ব্যস্ত সবাই মায়ের মূর্তি গড়তে

শঙ্খধ্বনি বাজতে থাকে আরাধনার সাথে,

শুদ্ধ মনে ডাকছে মাকে হিংসা বিদ্বেষ ভুলে

ফুলের ঢালি সাজলো এবার নানা রঙের ফুলে।

কাশের ফুলে লাগলো দোলা রূপসী নদীর তীরে

আমন ধানের গন্ধে আকূল বৌ কৃষাণীর নীড়ে,

ভাটিয়ালি গান গেয়ে যায় বাংলা মায়ের মাঝি

শরৎ প্রণাম করছে সবাই সাজিয়ে কাশের সাজি।

শরৎ আকাশ সাদা মেঘে চুপটি করে হাসে

মিষ্টি রোদের নোলক পড়ে তুলোর মেঘে ভাসে,

শরৎ রানী খোশ আবেগে দেয় যে মনে দোলা

এই অপরূপ রূপের ছোঁয়া বাংলাদেশেই তোলা।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপের যাতায়াত ব্যবস্থার সংকট উত্তরণ চাই
পরবর্তী নিবন্ধআজাদীর ঋণ অনস্বীকার্য