আবৃত্তি ও কথামালায় ক্বণনের ‘আজ শুধুই রবীন্দ্রনাথ’

| শনিবার , ১১ মে, ২০২৪ at ৬:৫১ পূর্বাহ্ণ

রবীন্দ্রনাথের কাছে বাঙালির অসীম ঋণ। গভীরতর বোধ আর দেশপ্রেম নিয়ে যদি শুধু জাতীয় সংগীতের কথাই ভাবি রবীন্দ্রনাথের কাছে আমাদের ঋণের পরিমাপ করা যাবে না। রবীন্দ্রনাথ এক বিস্ময়কর ব্যক্তিত্বের নাম। তাঁকে অধ্যয়ন করে শেষ করা যাবে না। রবীন্দ্রনাথ বাংলা ভাষার শ্রেষ্ঠ অহংকার। গতকাল শুক্রবার বিকেলে ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গনের রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠানে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন। ক্বণন সভাপতি আবৃত্তি শিল্পী মোসতাক খন্দকারের সভাপতিত্বে চেরাগি পাহাড়স্থ আজাদী মিলনায়তনে অনুষ্ঠিত ‘আজ শুধুই রবীন্দ্রনাথ’ শীর্ষক এ আয়োজনে মুখ্য আলোচনা উপস্থাপন করেন, আবৃত্তি শিল্পী ও লেখক সৌভিক চৌধুরী। আলোচনায় বক্তারা বলেন, বৈশাখ এলেই রবীন্দ্রনাথের কথা মনে পড়ে যায়। তাঁর কবিতা, গান সারা বিশ্বের সম্পদ। যে দেশে, যে ভাষায় একজন রবীন্দ্রনাথ থাকে তাদের গৌরব করার মত আর কিছু লাগে না। আবৃত্তি আর কথামালা দিয়ে সাজানো এই রবীন্দ্রজন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশনায় ছিল ক্বণন সদস্য সৌভিক চৌধুরী, মোহাম্মদ রিদওয়ান, মহিউদ্দীন মারুফ, রুফাইদা, মেহজাবিন, জারিফ, রেঁনেসা, নওশিন, হাফসা, সারাফ, দানীন, নুসাইবা, রুজাইনা, আফরিন, সামিহা এবং ক্বণন সভাপতি মোসতাক খন্দকার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইসিএমএবির সাসটেইনেবল ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স ইকোসিস্টেম বিষয়ক ওয়েবিনার
পরবর্তী নিবন্ধন্যাশনাল ব্যাংককে ভালো অবস্থানে আনার কাজ শুরু করেছি