আবু সুফিয়ানসহ বিএনপির ৫১ নেতাকর্মীর আগাম জামিন

পৃথক চার মামলা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩০ জানুয়ারি, ২০২৪ at ৮:৪৬ পূর্বাহ্ণ

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানসহ বিএনপির ৫১ নেতকর্মীকে পৃথক চার মামলায় ৩১ মার্চ পর্যন্ত আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি হাবিবুল গণি এবং আহমদ সোহেলর বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন। আসামিদের পক্ষে মামলা পরিচালনা করেন মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার তানজিরুল ইসলাম। জামিন পাওয়ার বিষয়টি আজাদীকে নিশ্চিত করেন আবু সুফিয়ান।

জানা গেছে, ১৪ নভেম্বর জহুর মার্কেটের সামনে থেকে বিএনপির ১২ নেতাকর্মীকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ। পরে নেতাদর একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় আবু সুফিয়ানকেও আসামি করা হয়। এ মামলায় সুফিয়ানসহ আগাম জামিন পেয়েছেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম ও মেশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

এছাড়া ৭ জানুয়ারি নির্বাচনের দিন পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় চান্দগাঁও থানায় দায়ের হওয়া মামলায় আবু সুফিয়ান, নওশাদ, আলফাজসহ ১০ জন এবং বোয়ালখালী থানার পৃথক দুই মামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক ইসহাক চৌধুরী ও সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যানসহ ৩৮ জনকে আগাম জামিন দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধআয়ানের মৃত্যুতে স্বাস্থ্যের প্রতিবেদন হাস্যকর : হাইকোর্ট
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ভরাট হচ্ছে শতবর্ষী দারোগা পুকুর