সদ্য বিদায়ী লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট আবু নাসের রনির পিতা মুহাম্মদ আবু তাহের স্মরণে দোয়া মাহফিল গতকাল সোমবার নগরীর কাপাসগোলাস্থ বাসভবনে অনুষ্ঠিত হয়। আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সাবেক জয়েন্ট জেনারেল সেক্রেটারি লোকমান হাকিম মুহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদী সম্পাদক, প্রাক্তন লায়ন্স জেলা গভর্নর এম এ মালেক, আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সি. ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন।লায়ন আবু নাসের রনির সঞ্চালনায় মাহফিলে উদ্বোধক ও বিশেষ মেহমান ছিলেন, গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, মহাসচিব মুহাম্মদ শাহজাদ ইবনে দিদার, যুগ্ম-মহাসচিব অ্যাড. মোছাহেব উদ্দিন বখতিয়ার, আনজুমান ট্রাস্ট সদস্য তাজকীর আহমদ, কোতোয়ালী (পূর্ব) থানা কমিটির সভাপতি খায়ের মোহাম্মদ, মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ, আহসান হাবীব চৌধুরী হাসান, মুহাম্মদ এরশাদ খতিবী, মুহাম্মদ মনির উদ্দিন সোহেল, সিদ্দকুল ইসলাম, আরিফুর রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন, মুহাম্মদ ইউনুস, মুহাম্মদ রহমান মিয়া, দক্ষিণ বাদুরতলা মহল্লা কমিটির সেক্রেটারি হারুনুর রশিদ জাসেদ, মুহাম্মদ ইদ্রিস, পারভেজ আহমেদ, অধ্যাপক মো. জসিম উদ্দিন, বদরুল কামাল চৌধুরী, ডা. রাসেল ফরিদ, ইলিয়াস, ডা. নাজিম উদ্দীন রাফিদ, মেহরাজ, মারজান ফরিদ রাদ প্রমুখ। অনুষ্ঠানে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় গাউসিয়া কমিটির মানবিক সেবা তহবিল এবং জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মিসকিন ফান্ডে অনুদান প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।