সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে চট্টগ্রামের বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে।
চিটাগাং চেম্বার : সাবেক অর্থমন্ত্রী, ভাষা সৈনিক, লেখক ও সংগঠক আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালকমন্ডলীর পক্ষে সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহ–সভাপতি তরফদার মো. রুহুল আমিন ও সহ–সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর গভীর শোক প্রকাশ করেছেন।
স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল মুহিতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার মৃত্যুতে যে শোক ও শুন্যতার সৃষ্টি হয়েছে তা যাতে পরিবারের সদস্যবৃন্দ সহ্য করতে পারেন সেজন্য চেম্বার প্রেসিডিয়াম পরম করুণাময় আল্লাহ্ তা’লার রহমত কামনা করেন।
মহানগর আওয়ামী লীগ : সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তারা বলেছেন, বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে আবুল মাল আবদুল মুহিতের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তার নেয়া পদক্ষেপ, পরিকল্পনা দেশের উন্নয়ন গতিতে আগামীতেও পথ দেখাবে। শোক বার্তায় মরহুম আবুল মাল আবদুল মুহিতের রুহের মাগফেরাত কামনা ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।
চউক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের (চউক) চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ। তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।