আবুল কাসেম সন্দ্বীপ : স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা

| মঙ্গলবার , ১০ ডিসেম্বর, ২০২৪ at ৭:১১ পূর্বাহ্ণ

আবুল কাসেম সন্দ্বীপ (১৯৪৪১৯৯৫)। তিনি বিশিষ্ট মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক, সাংবাদিক ও শিক্ষাবিদ হিসেবে খ্যাতিমান। স্বাধীন বাংলা বেতারের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা তিনিই প্রথম সংবাদ আকারে পাঠ করেছিলেন। আবুল কাসেম সন্দ্বীপের জন্ম ১৯৪৪ খ্রিস্টাব্দের ১ এপ্রিল চট্টগ্রামের সন্দ্বীপে। তাঁর জন্ম ১৯৪৪ খ্রিস্টাব্দের ১ এপ্রিল চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার মাইটভাঙ্গা গ্রামে। তাঁর পিতার নাম নুর আহমেদ। আবুল কাসেম সন্দ্বীপ ১৯৫৯ খ্রিস্টাব্দে সাউথ সন্দ্বীপ হাইস্কুল থেকে ম্যাট্রিকুলেশন, ১৯৬৪ খ্রিস্টাব্দে চট্টগ্রামের সরকারি আই,আই কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, ১৯৬৮ খ্রিস্টাব্দে চট্টগ্রাম কলেজ থেকে বাংলা সাহিত্যে স্নাতক (সম্মান) এবং একই বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৯ খ্রিস্টাব্দে এম.এ ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৭৪ খ্রিস্টাব্দে ভারত থেকে কোঅপারেটিভ বিষয়ে ফেলোশিপ এবং ১৯৭৫৭৬ খ্রিস্টাব্দে সোভিয়েত রাশিয়া থেকে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। তিনি ছাত্রাবস্থায় প্রগতিশীল ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। যুক্ত ছিলেন সাংবাদিকতায়, চট্টগ্রাম বেতারে কথিকা লিখতেন, বেতারের গীতিকার হিসেবেও তালিকাভুক্ত ছিলেন। ১৯৬০৭০ সাল পর্যন্ত দৈনিক জমানা (চট্টগ্রাম), সাপ্তাহিক জমানা (চট্টগ্রাম), দৈনিক আজাদী (চট্টগ্রাম)-এ সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৭০ খ্রিষ্টাব্দে চট্টগ্রামের ফটিকছড়ি কলেজে সহঅধ্যক্ষ হিসেবে যোগ দেন। ১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে চট্টগ্রামের কালুরঘাটে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র গঠিত হয়, তিনি এর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি এই বেতার কেন্দ্রে বার্তা বিভাগের দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর তিনি কিছুদিন ঢাকা বেতার কেন্দ্রে নিযুক্ত ছিলেন এবং পরবর্তীতে বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের গণশিক্ষা প্রকল্পে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি ১৯৭৫ খ্রিস্টাব্দে লাভ করেন বঙ্গবন্ধু স্বর্ণপদক। ১৯৯৫ খ্রিস্টাব্দের ১০ ডিসেম্বর আবুল কাসেম সন্দ্বীীপ মৃত্যুবরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধহলের খাবারের গুণগত মান বৃদ্ধি প্রয়োজন