অগ্রণী ব্যাংক চট্টগ্রাম প্রেস ক্লাব শাখার ব্যবস্থাপক আনিছুল মোস্তফার পিতা কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের সাবেক মেম্বার, সমাজ সেবক আবুল কালাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজেউন)। গত বুধবার সকাল ৭টায় তিনি চট্টগ্রামের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
ওইদিন বাদে জোহর আগ্রাবাদ মুহুরিপাড়া জামে মসজিদের মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার সকাল ১০টায় নগরীর আন্জুমানে মফিদুল ইসলামের মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকাল ৩টায় কুতুবদিয়া উপজেলার ধুরুং স্কুলের মাঠে ৩য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।