উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লিপি আজাদের পিতা আবুল কালাম আজাদ (সেকু মিয়া) গত ৫ অক্টোবর নগরীর একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি ছয় পুত্র, দুই কন্যাসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ওইদিনই বাদ জোহর হালিশহর বিডিআর মাঠে নামাজে জানাজা শেষে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় পারিবারিক স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, কেন্দ্রীয় মহিলা লীগ সভাপতি সাবেক সাংসদ সাফিয়া খাতুন, মহিলা লীগ সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, উত্তর জেলা যুবলীগ সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক এস এম রাশেদুল আলম, উত্তর জেলা মহিলা লীগ সভাপতি দিলোয়ারা ইউসুফ, সাধারণ সম্পাদক এডভোকেট বাসন্তী প্রভা পালিত শোক জানিয়েছেন। উল্লেখ্য, আবুল কালাম আজাদ সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।