আবিদুর রহমান

| সোমবার , ২৬ ডিসেম্বর, ২০২২ at ৮:৩১ পূর্বাহ্ণ

 

রাউজান উত্তরসর্তা দরবারে আলী হোসেন শাহ্‌ (রহ🙂 এর মোতোয়াল্লি আলহাজ্ব আবিদুর রহমান (৮৫) গতকাল রোববার ভোরে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহেরাজিউন)। তিনি ৯ ছেলে, ৩ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল বিকাল ৩টায় হযরত আলী হোসেন শাহ (রহ🙂 জামে মসজিদ ময়দানে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএম.এন. আবছার নুর
পরবর্তী নিবন্ধহালিশহর এ ব্লক মহল্লা কমিটির বার্ষিক সভা