আবাহনীর পরাজয়ের দিনে মোহামেডানের জয়

| বৃহস্পতিবার , ১৭ জুন, ২০২১ at ১১:০০ পূর্বাহ্ণ

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে আবাহনীর হারের দিনে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। লো স্কোরিং ম্যাচে প্রাইম দোলেশ্বরের কাছে ২৮ রানের বড় হার নিয়ে মাঠ ছাড়ে আবাহনী লিমিডেট। গতকাল মিরপুর শেরে বাংলায় বুধবার প্রথমে ব্যাট করা দোলেশ্বর নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৩২ রান তোলে। জবাবে কামরুল ইসলাম রাব্বির তান্ডবে ১০৪ রানে শেষ হয় আবাহনীর ইনিংস। ১৩৩ রানের লক্ষ্যে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় আবাহনী।
এদিকে সুপার ওভারের রোমাঞ্চ শেষে জয় পায় মোহামেডান। জিততে হলে শেষ ওভারে মাত্র ৬ রান করলেই হতো তাদের প্রতিপক্ষ খেলাঘর সমাজ কল্যাণ সমিতির। কিন্তু আবু জায়েদ রাহির ওই ওভারে তারা নিতে পারল ৫ রান। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। আর তাতে জয়লাভ করে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বুধবার বিকেএসপিতে বৃষ্টি বাধায় খেলা শুরু হয় দেরিতে। এরপর ম্যাচ শুরু হলেও বৃষ্টি হানা দেয়। পরে ম্যাচ নেমে আসে ১০ ওভারে। তাতে ৯ উইকেটে ৮৮ রানের পুঁজি পায় মোহামেডান। জবাবে ৫ উইকেট হারিয়ে ৮৮ রানেই থামে খেলাঘরও। সুপার ওভারে ১৩ রান করেছিল খেলাঘর। জবাবে ১ বল হাতে রেখেই ১৪ রান তুলে ফেলেন মোহামেডানের আব্দুল মজিদ ও ইরফান শুক্কুররা। এই জয়ে সুপার লিগ পর্ব নিশ্চিত করল মোহামেডান।

পূর্ববর্তী নিবন্ধএশিয়ান কাপের বাছাইপর্বে সরাসরি খেলবে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধকিশোর ফুটবল লিগে গ্রুপিং নির্ধারণ ও খেলোয়াড় বাছাই কার্যক্রম