আবাসিক ভবনে ইসরায়েলি হামলা ৫০ ফিলিস্তিনির প্রাণহানির শঙ্কা

কান্নাজড়িত কণ্ঠে ইসরাইলকে দয়া দেখানোর আহ্বান হু প্রধানের

| শনিবার , ২৪ মে, ২০২৫ at ৭:২৮ পূর্বাহ্ণ

গাজা উপত্যকার উত্তরাঞ্চলের জাবালিয়া আলবালাদ এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলার পর অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন। গাজার সিভিল ডিফেন্স কর্মীরা ঘটনাস্থলকে ‘ভয়াবহ হত্যাযজ্ঞ’ হিসেবে বর্ণনা করেছেন। তারা ধ্বংসস্তূপের নিচ থেকে চারটি মৃতদেহ উদ্ধার করেছেন এবং ছয়জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তবে চারতলা ওই ভবনের নিচে আরও ৫০ জনের বেশি মানুষ চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বাংলানিউজ/বাসসের।

ভারী যন্ত্রপাতির অভাবে উদ্ধার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। হামলার পর উদ্ধারকৃত মৃতদেহের মধ্যে দুটি শিশুও রয়েছে। এদিকে গাজা শহরের পূর্বে শুজাইয়া এলাকায় আরও একটি বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় আরও একজন নিহত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় জানিয়েছে, গত এক সপ্তাহে গাজায় ৬২৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। সংস্থাটি জানায়, নিহতদের মধ্যে অন্তত ৩৫৮ জন মারা গেছে বাসাবাড়ি ও বাস্তুচ্যুত মানুষের জন্য স্থাপিত তাঁবুগুলোর ওপর চালানো হামলায়। নিহতদের মধ্যে অন্তত ১৪৮ জন নারী ও শিশু। তবে এই হত্যা ও ধ্বংসের মধ্যেও গাজায় বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তায় পরিচালিত বেশ কিছু বেকারি আবারও চালু হয়েছে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গতকাল জাতিসংঘ ও অন্যান্য সহায়তা সংস্থার মোট ১০৭টি ত্রাণবাহী ট্রাক গাজা উপত্যকায় প্রবেশ করেছে, যাতে আটা, খাদ্যসামগ্রী, চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ ছিল।

কান্নাজড়িত কণ্ঠে ইসরাইলকে ‘দয়া’ দেখানোর আহ্বান ‘হু’ প্রধানের : এদিকে কান্না চেপে রেখে গাজায় গণহত্যা এবং ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধ করে ইসরাইলকে ‘দয়া’ দেখানোর আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান ট্রেড্রোস আধানম গেব্রিয়াসুস। ইসরাইলের নিজের স্বার্থেই শান্তি প্রতিষ্ঠা প্রয়োজন বলেও মত দিয়েছেন তিনি। সংবাদমাধ্যম ‘টিআরটি ওয়ার্ল্ড’ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। গত বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক সম্মেলনে আবেগঘন বক্তব্যে গেব্রিয়াসুস বলেছেন, গণহত্যাযুদ্ধ ইসরাইলকেই ক্ষতিগ্রস্ত করছে এবং এর থেকে স্থায়ী সমাধান আসবে না।

পূর্ববর্তী নিবন্ধতাকে রাজা উপাধি দেওয়া উচিত ছিল, ফিল্ড মার্শাল উপাধি নিয়ে কটাক্ষ ইমরানের
পরবর্তী নিবন্ধভারসাম্যহীন যুবককেন যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার