আবাসিকে গ্যাসের সমস্যা দ্রুত সমাধানের দাবি

চট্টগ্রাম গ্রাহক কল্যাণ পরিষদের মানববন্ধন

| রবিবার , ২১ জানুয়ারি, ২০২৪ at ৯:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামবাসীর প্রতি জ্বালানি মন্ত্রণালয়ের দীর্ঘদিনের বিমাতাসুলভ আচরণের কারণে দীর্ঘদিন যাবত আবাসিক গ্রাহকগণ গ্যাসের জন্য হাহাকার করছেন। সারাদিন গ্যাস থাকে না, রান্না করার উপায় খুঁজে পাচ্ছে না, খেয়ে না খেয়ে দিন যাপন করছেন। জ্বালানি মন্ত্রণালয় চট্টগ্রামের প্রতি যেই বিমাতাসুলভ আচরণ করছে, এটা কারো কাম্য নয়, তারা বোতলজাত গ্যাস বিক্রির্‌ করার জন্য আবাসিক গ্রাহকদের সবসময় হয়রানিমূলক আচরণ করে আসছে। আমাদের দাবি দ্রুত সময়ের মধ্যে আবাসিক গ্যাসের সমস্যার সমাধান করতে হবে। আগামী ১৫ দিনের মধ্যে বাস্তবায়িত না হলে বড় পরিসরে দাবি নিয়ে গ্যাস অফিস ঘেরাও কর্মসূচি প্রদান করা হবে।

গতকাল শনিবার চট্টগ্রাম গ্রাহক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মানববন্ধনে বক্তব্য দেন, মাহাবুবুল আলম। মানববন্ধনে বিশেষ অতিথি ছিলেন আবদুল আজিজ, শাহনওয়াজ শাকু, জানে আলম, মো. নূরনবী, মো. শাহ আলম, মো. শহীদ, আবদুর রহিম, মো. জামাল উদ্দিন, আবুল হাসেম, মো. নুরুল আজম রাসু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিল্পকলায় চৌধুরী জহুরুল হক স্মরণসন্ধ্যা
পরবর্তী নিবন্ধশিক্ষকদের ক্ষমতায়নের মাধ্যমেই ঘটবে শিক্ষার উন্নতি