মীরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে পর্যাপ্ত আবাসন ও গণপরিবহন না থাকায় শ্রমিক সংকটে পড়েছে উৎপাদনে যাওয়া শিল্প প্রতিষ্ঠানগুলো। ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের দূরত্ব বেশি হওয়ায় শ্রমিকরা প্রাইভেট পরিবহনে বেশি খরচে যেতে চাচ্ছে না। সম্প্রতি বেপজা অর্থনৈতিক অঞ্চলে উৎপাদনে যাওয়া চীনা পোশাক কারখানা ‘খাইশি লিনজেরি বাংলাদেশ কোম্পানি লিমিটেড’ পড়েছে শ্রমিক সংকটে। অবশেষে পরিবহন সংকট কাটাতে ইতিমধ্যে বিআরটিসি বাস চালুর প্রস্তাবনা দিয়েছে বেজা কর্তৃপক্ষ। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) গত ১৪ ফেব্রুয়ারি পরিবহন মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় উক্ত সিদ্ধান্ত নেয়। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে বেজা ভবনের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত সচিব সালেহ আহমদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শিল্প নগর এলাকায় কর্মরত শ্রমিকদের চলাচলের জন্য বড়তাকিয়া বাজার থেকে শিল্পনগরের জিরো পয়েন্ট পর্যন্ত বাস সার্ভিস চালুর বিষয়ে পরিবহন মালিক, বেজা, উপজেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের মধ্যে আলোচনা হয়। বেজার পক্ষ থেকে বিআরটিসি বাস সার্ভিস চালুর সিদ্ধান্তও নেয়া হয়েছে।
এ বিষয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে প্রতিষ্ঠিত ‘খাইশি লিনজেরি বাংলাদেশ কোম্পানি লিমিটেড’ এর মানবসম্পদ কর্মকর্তা জামান উল্ল্যা বলেন, সরকার নির্দেশিত সর্বশেষ শ্রমিক আইন অনুসারে আমাদের কারখানায় নিয়োগ দেয়া হচ্ছে। তবুও দক্ষ ও অদক্ষ শ্রমিক পাওয়া যাচ্ছে না। ফলে কারখানাগুলো পুরো দমে চালু করা সম্ভব যাচ্ছে না। বর্তমানে আমাদের ৭ হাজার শ্রমিক প্রয়োজন। কিন্তু রয়েছে মাত্র ৭শত জন। প্রয়োজনীয় আবাসন ও গণপরিবহন না থাকায় শ্রমিকরা আসতে চাচ্ছে না।
এ বিষয়ে মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, বঙ্গবন্ধু শিল্পনগর এলাকায় ১০ হাজারের বেশি কর্মকর্তা–কর্মচারী কর্মরত। তাদের যাতায়াতে পরিবহন সংকট দিন দিন বেড়ে যাচ্ছে। তাই বড়তাকিয়া থেকে শিল্পনগর পর্যন্ত বাস সার্ভিস চালু করতে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে।