আবার বিশ্বসেরা টি-টোয়েন্টি অল রাউন্ডার সাকিব

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৮ অক্টোবর, ২০২১ at ১১:১৪ পূর্বাহ্ণ

বেশ কিছুদিন টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা অল রাউন্ডারের তকমাটা হারিয়ে ফেলেছিলেন সাকিব আল হাসান। গতকাল তা আবার ফিরে পেলেন। বিশ্বকাপে ব্যাট ও বল হাতে নিজেকে মেলে ধরে এই সংস্করণের অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে সিংহাসন পুনরুদ্ধার করেছেন তিনি। আইসিসির গতকাল প্রকাশ করা র‌্যাঙ্কিংয়ের হালনাগাদে আফগানিস্তানের মোহাম্মদ নবিকে পেছনে ফেলে আবার শীর্ষে উঠেছেন সাকিব। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে জ্বলে উঠতে না পেরে শীর্ষস্থান হারিয়েছিলেন সাকিব। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরু থেকেই ব্যাটে-বলে উজ্জ্বল তিনি। গতকালের ম্যাচের আগ পর্যন্ত আসরের সর্বোচ্চ ১১ উইকেট তার। ব্যাটে হাতে ১১৮ রান করে আছেন রান সংগ্রাহকদের তালিকায় তিনে। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে তার রেটিং পয়েন্ট এখন ২৯৫। দুইয়ে থাকা নবির রেটিং পয়েন্ট ২৭৫ ।
টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাঙওয়েলেরও। তিন ধাপ এগিয়ে তিনি আছেন তিনে। তার সঙ্গে যৌথভাবে একই অবস্থানে নামিবিয়ার জেজে স্মিট। ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের ডেভিড মালান। দুইয়ে থাকা পাকিস্তান অধিনায়ক বাবর আজমের পয়েন্ট এখন ৮২০। দক্ষিণ আফ্রিকার এইডেন মারক্রাম আছেন তিনে। ভারতকে হারানো ম্যাচে ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলা মোহাম্মদ রিজওয়ান আছেন চারে। পঞ্চম স্থানে আছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বোলারদের র‌্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি। উন্নতি হয়েছে বাংলাদেশের শেখ মেহেদি হাসান, পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ এবং অস্ট্রেলিয়ার জশ হেইজেলউডের। বাংলাদেশের স্পিনার শেখ মেহেদী হাসান রয়েছেন ৯ নম্বরে। তার আগের স্থানে রয়েছেন সাকিব আর পরের স্থানে আছেন মোস্তাফিজ। ভারতের বিপক্ষে দুর্দান্ত বোলিং করা আফ্রিদি আছেন ১২তম স্থানে। নিউজিল্যান্ড ম্যাচের সেরা হারিস রউফ আছেন ১৭ নম্বরে। ১৬ ধাপ এগিয়ে তার পরের অবস্থানে আছেন হেইজেলউড।

পূর্ববর্তী নিবন্ধ১ম বিভাগ ফুটবল লিগ কাল শুরু
পরবর্তী নিবন্ধ২য় ও ৩য় বিভাগ ফুটবল লিগ শুরু হবে নভেম্বরে