এমনিতেই মাঠের পারফরম্যান্সে সময়টা ভালো যাচ্ছে না চেন্নাই সুপার কিংসের। তার মাঝে এবার বড় এক ধাক্কা খেয়েছে তারা। কনুইয়ের ইনজুরির কারণে আইপিএলের চলতি আসর থেকে ছিটকে গেছেন তাদের নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। তার অনুপস্থিতিতে আরেকবার চেন্নাইয়ে নেতৃত্বে ফিরেছেন মাহেন্দ্র সিং ধোনি। আসরের বাকি অংশের জন্য অভিজ্ঞ এই কিপার–ব্যাটসম্যানকে অধিনায়ক করার কথা গতকাল বৃহস্পতিবার নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। গত ৩০ মে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ব্যাটিংয়ের সময় কনুইয়ে চোট পান রুতুরাজ। তখন কেবল তাকে পরের ম্যাচে পাওয়া নিয়ে শঙ্কার কথা শোনা গিয়েছিল। তবে ওই শঙ্কা উড়িয়ে পরের দুই ম্যাচে ঠিকই দলকে নেতৃত্ব দেন রুতুরাজ। কিন্তু কনুইয়ের ব্যথা না কমায় এমআরআই করানো হয় তার। বাঁধে বিপত্তি, চিড় ধরা পড়ার কথা নিশ্চিত করেছেন চেন্নাইয়ের কোচ স্টিভেন ফ্লেমিং। রুতুরাজের নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে এবারের আইপিএল শুরু করে চেন্নাই। কিন্তু পরের চার ম্যাচে আর নিজেদের মেলে ধরতে পারেনি তারা, হেরে যায় সবকটিতে। এবার ধোনির অধিনায়কত্বে পথে ফেরার আশায় দলটি। ২০০৮ সালে আইপিএলের শুরু থেকেই চেন্নাইয়ের অধিনায়ক ছিলেন ধোনি। তার নেতৃত্বেই পাঁচবার শিরোপা জিতেছে দলটি। ২০২২ সালে আসর শুরুর আগে চেন্নাইয়ের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান ধোনি। পরে দায়িত্ব দেওয়া হয় রাভিন্দ্রা জাদেজাকে। কিন্তু দল ভালো করতে না পারায় টুর্নামেন্টের মাঝপথে নেতৃত্ব ছেড়ে দেন জাদেজা। ফের নেতৃত্বে ফেরানো হয় ধোনিকে। পরের বছর দলকে পঞ্চম শিরোপা এনে দেন তিনি। ২০২৪ আইপিএলে নিজেদের প্রথম ম্যাচের একদিন আগে ধোনির জায়গায় রুতুরাজকে অধিনায়কত্ব দেওয়ার কথা জানায় চেন্নাই। আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ টি–টোয়েন্টি মিলিয়ে চেন্নাইকে ২৩৫ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ধোনি, সেখানে তার জয় ১৪২টি।.