আবারো বাফুফের নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ৪ অক্টোবর, ২০২৪ at ৫:৫৩ পূর্বাহ্ণ

আসন্ন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনকে সামনে রেখে গতকাল নির্বাহী কমিটির সভা আয়োজিত হয়েছে। যেখানে নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে মেজবাহ উদ্দিনকে। সভায় বর্তমান সভাপতি কাজি সালাউদ্দিন সভাপতিত্ব করলেও, প্রেস ব্রিফিং করেছেন বাফুফে নির্বাহী কমিটির সদস্য সত্যজিৎ দাস রুপু। বাফুফের গত চার নির্বাচনেই নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন মেজবাহ। এবারও তার ওপরই আস্থা রাখছে ফেডারেশন। মেজবাহসহ তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার মেজবাহর পাশাপাশি দুই জন নির্বাচন কমিশনার হিসেবে আছেন এহসানুর রহমান ও সুরাইয়া আক্তার জাহান। নির্বাচন কমিশন ছাড়াও গঠন করা হয়েছে আপিল কমিশন। আপিল কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ড. মোহাম্মদ জকরিয়াকে। এছাড়া বাকি দুই সদস্য হলেন হারুনুর রশিদ ও মিহির সারোয়ার মোর্শেদ। এদিকে আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাফুফে নির্বাচন।

এদিকে গতকাল নির্বাহী কমটির সভা আয়োজিত হয়েছে। সভা শেষে জানানো হয়, মিডিয়া সেন্টার তৈরি এবং বাফুফে ভবন সংস্কারে ব্যয় হবে প্রায় ২ কোটি টাকা। এই অর্থ এএফসির স্টেডিয়াম প্রজেক্টের আওতায় দেওয়া হবে বাফুফেকে।

পূর্ববর্তী নিবন্ধএইচএসসির ফল ১৫ থেকে ১৭ অক্টোবরের মধ্যে
পরবর্তী নিবন্ধসার্বিক সূচক কিছুটা বাড়লেও লেনদেন তলানিতে