প্রিমিয়ার ফুটবল লিগে জয়ের মুখ দেখছেনা অফিস দল সিটি কর্পোরেশন একাদশ। একের পর এক ড্র করেই চলেছে দলটি। আগের ম্যাচে শিরোপা প্রত্যাশি ব্রাদার্স ইউনিয়নকে রুখে দেওয়ার পর গতকাল চ্যাম্পিয়ন মাদারবাড়ি উদয়ন সংঘের সাথে ড্র করেছে সিটি কর্পোরেশন একাদশ। ফলে লিগে ৫ ম্যাচ খেলে ফেললেও এখনো জয়ের মুখ দেখেনি দলটি। ৫ ম্যাচের একটিতে হেরেছে কোয়ালিটি স্পোর্টস ক্লাবের কাছে। আর বাকি চারটিতে করেছে ড্র। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মাদারবাড়ি উদয়ন সংঘের সাথে গোল শূন্য ড্র করেছে সিটি কর্পোরেশন একাদশ। এর ফলে ৫ ম্যাচ থেকে সিটি কর্পোরেশন একাদশের সংগ্রহ ৪ পয়েন্ট। অপরদিকে চ্যাম্পিয়ন মাদারবাড়ি উদয়ন সংঘের অবস্থাও ভাল নয় মোটেও। পাঁচ ম্যাচের একটিতে জিতেছে তারা। হেরেছে দুটিতে। ড্র করেছে দুটি। ফলে পাঁচ ম্যাচে তাদের সংগ্রহ ৫ পয়েন্ট।
গতকাল অনেকটাই খেলার অনুপযোগী মাঠে জোর করেই খেলেছে সিটি কর্পোরেশন একাদশ। যার খেসারতটা দিতে হয়েছে তাদের। আয়োজকরা গতকাল থেকে খেলা দুই দিনের জণ্য স্থগিত করতে চাইলেও সিটি কর্পোরেশন একাদশ অনেকটা চাপ দিয়েই খেলেছে গতকাল। আর তাতে ফল যা হওয়ার তাই হয়েছে। পয়েন্ট হারিয়েই মাঠ ছাড়তে হয়েছে। কর্দমাক্ত মাঠে ফুটবলাররা পারেনি তাদের স্বাভাবিক খেলা খেলতে। ফলে পরিকল্পিত আক্রমণ বলতে যা বুঝায় তা কোন দলই করতে পারেনি। হয়তো মাঝে মধ্যে দু একটি আক্রমন করেছে বটে তাতে কোন ফল হয়নি। প্রথমার্ধে সিটি কর্পোরেশন একাদশ গোল করার মত দু একটি সুযোগ পেয়েছিল। কিন্তু তাদের ফরোয়ার্ডরা সে সব আক্রমন থেকে গোল করতে পারেনি। ফলে প্রথমার্ধ শেষ হয় সমতায়।
দ্বিতীয়ার্ধেও দু দল চেষ্টা করে গোল আদায় করার। কিন্তু গোল যেন সোনার হরিণ হয়েই ছিল। মাঝ মাঠ থেকে আক্রমনের চেষ্টা হয়েছে। কিন্তু গোল মুখে লম্বা শট নেওয়া ছাড়া আর তেমন কিছু করতে পারেনি দল দুটি। দু একবার প্রতিপক্ষ ডি বক্সে হানা দিয়েছে দু দলই। কিন্তু দু দলের গোল রক্ষক সে সব আক্রমন রুখে দিয়েছে বেশ দৃঢ়তার সাথে। মাঠ খেলার অনুপযুক্ত থাকায় ফুটবলারদের বাড়তি শক্তি প্রয়োগ করে খেলতে হয়েছে। যার ফলে সময় যতই গড়িয়েছে ততই ক্লান্ত হয়ে পড়েছে ফুটবলাররা। মাঝে মধ্যে মেজাজ হারানোর পর্যায়েও গিয়েছিল দু দলের ফুটবলাররা। তবে ম্যাচের রেফারী বিটু রাজ বড়ুয়া শক্ত হাতে নিয়ন্ত্রণ করেছেণ সে সব পরিস্থিতি। ফলে নিস্প্রান ম্যাচটি শেষ সমতায়। যেখানে গোল করতে পারেনি কোন দলই। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে সিটি কর্পোরেশন একাদশের জাফর ইকবাল। তার হাতে পুরষ্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর আবদুর রশিদ লোকমান।