আবারো অলিম্পিক এ্যাসো’র নির্বাহী সদস্য নির্বাচিত সিরাজউদ্দিন মো. আলমগীর

| সোমবার , ২০ ডিসেম্বর, ২০২১ at ১১:০৬ পূর্বাহ্ণ

দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ন প্রতিষ্ঠান বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন হয়েছে গত শনিবার। আর তাতে টানা দ্বিতীয়বারের মত নির্বাহি সদস্য নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর। ২০২১-২০২৫ সালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে একটি মাত্র প্যানেল জমা পড়েছে। এসোসিয়েশনের পদ সমূহে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় ৩৩সদস্য বিশিষ্ট নতুন কার্যনিবাহী পরিষদের তালিকা প্রকাশ করা হয়। আর তাতেই সবাই নির্বাচিত বলে বিবেচিত হন। প্রথমবারের মতো পর পর দুই বার চট্টগ্রাম বিভাগ থেকে বাংলাদেশ অলিম্পিক এসোসিেয়শনে নির্বাচিত হলেন সিরাজউদ্দিন মো. আলমগীর ।
গত নির্বাচনে আঞ্চলিক সংস্থা ক্যাটাগরিতে সর্বোচ্চ ভোট পেয়ে সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন তিনি।
দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ সিরাজউদ্দিন মো. আলমগীর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক। তিনি চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সিনিয়র সহ-সভাপতি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা ও স্পোটর্স সায়েন্স বিভাগের উপ-পরিচালক এবং গেস্ট টিচার হিসেবেও দায়িত্ব পালন করছেন।

পূর্ববর্তী নিবন্ধআঞ্চলিক ফাইনালে ফেনী-চট্টগ্রাম মুখোমুখি
পরবর্তী নিবন্ধওপিএ’র ইন্টার ওপিএন বাস্কেটবল টুর্নামেন্ট সম্পন্ন