আবারও ঢাকায় আসছেন শর্মিলা ঠাকুর

| মঙ্গলবার , ২৮ নভেম্বর, ২০২৩ at ১০:৪৭ পূর্বাহ্ণ

এবার জানা গেল ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুর। তিনি উৎসবের এশিয়ান কম্পিটিশন সেকশনের জুরি প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। শর্মিলা ঠাকুর ছাড়াও এশিয়ান কম্পিটিশন সেকশনে জুরি হিসেবে থাকবেন রুশ চলচ্চিত্র প্রযোজক আনা সালাসিনা, সাংহাই ফিল্ম অ্যাসোসিয়েশনের ডেপুটি চেয়ার শি চুয়ান, বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক সামিয়া জামান এবং ব্যাংককভিত্তিক চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক টম ওয়ালের। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে আগামী বছরের ২০ জানুয়ারি, শেষ হবে ২৮ জানুয়ারি। খবর বিডিনিউজের।

৯ দিনব্যাপী উৎসবে প্রদর্শিত হবে ৭৫টি দেশের প্রায় আড়াইশ চলচ্চিত্র। উৎসবে ১০টি বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। উৎসব চলাকালে দেশিবিদেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে আলিয়ঁস ফ্রসেজ, বাংলাদেশে শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর অডিটরিয়াম ও স্টার সিনেপ্লেক্সে। বিচারকরা উৎসবের এশিয়া বিভাগের চলচ্চিত্রগুলো থেকে শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ অভিনেত্রী, শ্রেষ্ঠ চিত্রনাট্য ও শ্রেষ্ঠ সিনেমাটোগ্রাফারকে পুরস্কার দেবেন। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল জানান, আন্তর্জাতিক জুরি প্যানেলের সদস্যরা উৎসবের একাধিক সেশনেও অংশ নেবেন।

পূর্ববর্তী নিবন্ধমুনীর চৌধুরী-মোহাম্মদ জাকারিয়া পদক পাচ্ছেন যারা
পরবর্তী নিবন্ধনৌকা না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করবেন মাহি