পাথরঘাটা সেন্টপ্লাসিড হাই স্কুল, আন্দরকিল্লাহ মুসলিম এডুকেশন সোসাইটি হাই স্কুল, কালুরঘাট মোহরা এল এ খান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং হালিশহর বেগম জান স্কুলের প্রধান শিক্ষক চন্দনাইশ পৌরসভা হারলা ৪নং ওয়ার্ডস্থ বদল ফকির (রহ.) বাড়ি নিবাসী আবদুস ছালাম মাস্টার (৭৪) গতকাল শুক্রবার সকালে ঢাকা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকাল রাত ১০টায় চন্দনাইশ পৌরসভাস্থ স্থানীয় জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি।











