আবদুল গাফফার চৌধুরীর মরদেহ দেশে আসছে আজ

| শনিবার , ২৮ মে, ২০২২ at ৮:২১ পূর্বাহ্ণ

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা, সাংবাদিক-সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরীর মরদেহ দেশে পৌঁছাবে আজ শনিবার সকালে। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী করবস্থানে তাকে দাফন করা হবে। খবর বিডিনিউজের।
যুক্তরাজ্যের হিথ্রো এয়ারপোর্ট থেকে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পরিবারের সদস্যরা তার মরদেহ নিয়ে রওনা হবেন।
একাত্তরের মুজিবনগর সরকারের মুখপত্র সাপ্তাহিক জয়বাংলার নির্বাহী সম্পাদকের মরদেহ সম্পূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় দেশে পাঠানোর কথা এর আগে জানিয়েছিলেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম। সম্মিলিতি সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, শনিবার বেলা ১১টায় গাফফার চৌধুরীর মরদেহ বিমানবন্দরে নামবে।

পূর্ববর্তী নিবন্ধনিজেকে মানবিক মানুষ হিসেবে তৈরি করতে হবে
পরবর্তী নিবন্ধবিএনপি কোনো বিভাজনের রাজনীতি করতে চায় না